দেশের বিনোদনমূলক তমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি', যার উপস্থাপক হানিফ সংকেত। তিনি সবসময় নীতিনিষ্ঠ এ নিলোর্ভ অবস্থানে থাকেন। তাকে কখনো কোন বিজ্ঞাপনে এ পর্যন্ত দেখা যায়নি। এমনকি কোন পণ্যের সাথে নিজের নাম কিংবা কণ্ঠও মেলেনি কখনো। কিন্তু এবার তার কণ্ঠকে একটি ভুয়া বিজ্ঞাপনচিত্রে ব্যবহার করা হয়েছে। আর সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে। হানিফ সংকেত এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। গত ২০ মে তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে লেখেন, প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে ।
প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।এছাড়া তিনি আরও লিখেছেন, গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি, একটি প্রতারক চক্র ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ইত্যাদিতে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয়ই দিক না কেন, একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাবে এটা আসল নয়, নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিনদেশের। এরপর তিনি তার লেখায় আরও যোগ করে বলেন, অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোনো বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরণের এআই কিংবা প্রযুক্তিনির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না। কারণ, এর সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)