ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান দুই বাংলাতেই দোর্দণ্ড প্রতাপে পর্দা কাঁপাচ্ছেন। পর্দার পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও দেখছেন সফলতা। সাম্প্রতিক সময়ে খেলার মাঠেও আলোচনায় ছিলেন শাকিব, কিনে নিয়েছিলেন বিপিএলের ঢাকা ক্যাপিটালস দল।সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদ লাভ করে। প্রতিষ্ঠানটির অন্যতম এই মাইলফলকে রোববার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠান।
এ সময় শাকিব খানসহ উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, তামজিদ তামিমরা।বলে রাখা ভালো, শাকিব খানকে স্বচক্ষে এবারই প্রথম দেখলেন তাসকিন আহমেদ। এ সময় বেশ আপ্লুতও হয়ে পড়েন তিনি। এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয়, ‘শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কি না?’ তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’এরপরই মঞ্চে উঠে তাসকিনকে নিয়ে কথা বলেন শাকিব খান। তাসকিনের সিনেমা প্রসঙ্গ তুলে এই মেগাস্টার বলেন, ‘বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত। সেইসঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে, সেও হিরো।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)