প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:২১ এ.এম
ইসরায়েলের বাস স্ট্যান্ডে গুলি

ইসরায়েলের উত্তরাঞ্চলের এক ব্যস্ত বাস স্ট্যান্ডে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এক সশস্ত্র হামলাকারীর ছুরিকাঘাত ও গুলিতে অন্তত একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। সোমবার ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ‘দ্য মেগান ডেভিড অ্যাডম’ এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীর বয়স ২৫ বছর। তিনি একটি আরব দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ইসরায়েলি নাগরিক। প্রথমে তিনি দ্রুতগতির গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি সৈন্যদের ওপর আঘাত হানেন। এরপর গাড়ি থেকে নেমে উপস্থিত ব্যক্তিদের ওপর ছুরিকাঘাত চালান।
এতেও ক্ষান্ত হননি হামলাকারী। তিনি আশপাশের পথচারীদের লক্ষ্য করেও গুলি চালান। এতে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ‘দ্য মেগান ডেভিড অ্যাডম’। হামলায় ২০ বছর বয়সী এক তরুণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি সেবাকর্মীদের ভাষ্য মতে, হামলায় আহত তরুণটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। একইসঙ্গে ছুরিকাঘাতের চিহ্নও রয়েছে তার দেহে।
এদিকে, পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় বাস স্ট্যান্ডে থাকা সৈন্যদেরও গুরুতর ক্ষতি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। গুলির মাধ্যমে হামলাকারীকে ঘটনাস্থলেই হত্যা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta