প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১২:৫৮ পি.এম
অনলাইনে ঈদের শপিং

নাগরিক জীবনের ব্যস্ততা ও প্রযুক্তিগত সুবিধা সহজলভ্য হওয়ায় অনেকেই এখন অনলাইনে কেনাকাটা করে। মার্কেটের ভিড়, যানজট এবং গরমের কারণেও অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয়। পোশাক, জুতা, জুয়েলারিসহ নিত্যদিনের জিনিসপত্র কিনতে পারবেন অনলাইনে। ঈদের আগে অনলাইন শপিংয়ে সবচেয়ে বেশি বিক্রি হয় পোশাক।এর পরই থাকে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক গ্যাজেট, গৃহস্থালির নানা জিনিস। অনলাইনে পণ্য বিক্রির বড় প্রতিষ্ঠান দারাজে চলছে মেগা ঈদ সেল। বিকাশ ভাউচার, পেমেন্ট ভাউচার, ফ্রি ডেলিভারি, ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ফ্ল্যাশ সেল অফারে এখান থেকে পণ্য কেনা যাবে। নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যই পাওয়া যায় দারাজে।
মেয়েদের জন্য বিশেষ ক্যাম্পেইনের আওতায় সালোয়ার-কামিজ এনেছে দারাজ। পাওয়া যাবে সর্বনিম্ন এক হাজার ৫০০ টাকায়। ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেটের মতো বিভিন্ন পেমেন্ট পার্টনারের মাধ্যমে মূল্য পরিশোধে পাওয়া যাবে আরো অতিরিক্ত ১৫ শতাংশ মূল্যছাড়।অনলাইনে পণ্য কেনাকাটার আরেকটি বড় মাধ্যম অথবাডটকম।ঈদের কেনাকাটায় প্রতিষ্ঠানটিতে চলছে গ্র্যান্ড ঈদ ফেস্টিভাল ২০২৫ ক্যাম্পেইন। এর আওতায় এক লাখেরও বেশি পণ্য কেনাকাটায় থাকছে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। অথবাডটকমের নির্বাহী প্রধান ইব্রাহিম স্বপন জানান, ঈদের পোশাক কেনাকাটায় রয়েছে ৭২ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া গৃহস্থালি পণ্যে ৪০ শতাংশ, মোবাইল ও গ্যাজেটে ৫০ শতাংশ, ফার্নিচারে ২০ শতাংশ, খেলনায় ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ নানা অফার। বিভিন্ন ব্যাংক কার্ডে থাকছে ইএমআই সুবিধা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta