ভারতীয় এমভি রুয়েন, বাংলাদেশি এমভি আবদুল্লাহর পর আরও একটি জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।প্রতিবেদনে বলা হয়েছে, সুকত্রা থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণপশ্চিমে আরব সাগরে বৃহস্পতিবার (২৮ মার্চ) সোমালি জলদস্যুদের কবলে পড়েছে ইরানি ফিশিং জাহাজ ‘আল-কাম্বার ৭৮৬’। জাহাজটি মাত্র ৯ জন দস্যু ছিনতাই করেছে। তবে দস্যুদের বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের নৌবাহিনী। শুক্রবার ভারতের দুটি জাহাজ পাঠানো হয়েছে।
আরো পড়ুন:মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঠানো ওই দুই যুদ্ধজাহাজ শুক্রবার ছিনতাই হওয়া ইরানি জাহাজের কাছে চলে যায়। আমরা আশা করছি, খুব দ্রুত নাবিকসহ ছিনতাই হওয়া জাহাজটি উদ্ধার করা যাবে। এর আগে গত ডিসেম্বরে ছিনতাই হওয়া এমভি রুয়েন’ জাহাজটি গত ১৫ মার্চ ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। এ সময় ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করলে তাদেরকে ভারতে আনা হয়েছে। উদ্ধার হওয়া জাহাজে ১০ লাখ ডলার মূল্যের ৩৭ হাজার টন কার্গো ছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)