প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৪, ৯:৪৮ পি.এম
সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

আদমদীঘির সান্তাহারে কেনাবেচার সময় ৭২ হাজার টাকার জাল
নোটসহ সাইফুল ইসলাম ওরফে কনা (৩৫) নামের এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। সে লালমনিরহাট সদরের পানির ট্যাংকি খোচাবাড়ী এলাকার অলি আহম্মেদের ছেলে। গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশন সংলগ্ন জনৈক টুটুল এর বিকাশের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের সামনে কতিপয় ব্যক্তি জাল টাকা কেনা বেচা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার জনৈক টুটুল-এর বিকাশের দোকানের সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে কনা নামের ওই ব্যক্তিকে আটক করেন। এরপর তার হেফাজতে থাকা বাংলাদেশী ৭২ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় সান্তাহার ফঁাড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta