সোশ্যাল মিডিয়া মানেই এখন গুজব দড়িয়া। সেই দড়িয়ার কোনটি সত্য, কোনটি মিথ্যা—বিশ্বাস করাই যেন কঠিন হয়ে পড়েছে। সামাজিক মাধ্যমগুলোতে গুজবের ছড়াছড়ি নতুন কিছু নয়। কেননা দেওয়ালের মাঝে বসে যা খুশি তাই লিখে ফেলা যায়, তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হোক কিংবা না হোক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নাজমুল আলম লেখেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। বৃহস্পতিবার দিবাগত রাতে এমন গুজবের সয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
এদিকে রাতভর এমন গুজব নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক পোস্টে লিখেন,“রাতেই উপদেষ্টারা সব পা’লায়ে গেছে…হাসি আপারে বলেন দেশে চলে আসতে” মো. শাওন মাহমুদ লিখেছেন, ‘কী দিন আইলো, এরা ঘুমের ঘোরেও সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহকে দেখে!’ সৈয়দ আল হাসান শিমুল একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কাল সারারাত ছিল গুজবের রাত।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)