ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো আর আল-নাসরের হয়ে খেলবেন না। সৌদি প্রো লিগ শেষ হওয়ার কিছু ঘণ্টা পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা। তিনি এক পোস্টে এমন কিছু কথা লিখেছেন, যা তার দল ছাড়ারই ইঙ্গিত দেয়।রোনালদো লিখেছেন, ‘এই অধ্যায় শেষ। আর গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞ।’ পোস্টটির সঙ্গে রোনালদো আল-নাসরের জার্সি পরা একটি ছবি জুড়ে দিয়েছেন।২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই গ্রীষ্মেই। এদিকে জুনের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো থাকবে। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২টি দল এই সময়ের মধ্যে খেলোয়াড় দলে ।
নিতে পারবে এই সুযোগেই নতুন দলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রোনালদোর। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।আল-নাসর এবারের মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রনটেলির কাছে হেরে যায়। সৌদি প্রো লিগেও তারা ছিল তৃতীয় স্থানে। তবে রোনালদো ২৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। গত বছর রোনালদো বলেছিলেন, তিনি হয়তো আল-নাসরেই ক্যারিয়ার শেষ করবেন তবে পরিস্থিতি এখন বদলে গেছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছেন, রোনালদো ক্লাব বিশ্বকাপে অন্য কোনো দলে খেলার সম্ভাবনা রয়েছে।ইনফান্তিনো বলেন, ‘রোনালদো ক্লাব বিশ্বকাপে কোনো একটি দলের হয়ে খেলতেও পারেন। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)