ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ মার্চ) গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া দুটি রকেটের মধ্যে একটি প্রতিরোধ করা হয়েছে এবং অন্যটি ইসরায়েলি ভূখণ্ডে সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডে স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। এরপর গাজা থেকে ছোড়া রকেট দুটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের সময় শনাক্ত করা হয়।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে আরও ৩৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া হামলায় আহত আরও ১২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)