কক্সবাজারের মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর প্রধান রফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার (১৬ মার্চ) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক।কমান্ডার সিয়াম-উল-হক জানান, রোববার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায় কোস্টগার্ড। কিন্তু ডাকাত দল আত্মসমর্পণ না করে গুলি ছোড়া অব্যাহত রাখলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের অভিযানিক দল ঘটনাস্থল থেকে আহত ডাকাতকে দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)