রিশাদ হোসেন দলে থাকা মানেই শিরোপা! বাংলাদেশি তরুণ এ ক্রিকেটারের সাম্প্রতিক চিত্রটা এমনই। নাতিদীর্ঘ ক্যারিয়ারে পৃথক তিনটি ফ্র্যাঞ্চাইজি শিরোপা জিতলেন রিশাদ হোসেন। তাও ভিন্ন তিন দেশে। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) শিরোপা কুড়ায় লাহোর কালান্দার্স। এতে শিরোপা উৎসবে মাতেন প্রথমবার পিএসএল খেলতে যাওয়া রিশাদ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া ২০২ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় রিশাদের লাহোর কালান্দার্স, যা স্বীকৃত টি-টোয়েন্টি লীগের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ফাইনালে বল হাতে চার ওভারের স্পেলে ৪১ রানে এক উইকেট নেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন।
শিরোপাজয়ী লাহোরের অংশ হয়ে আছেন আরও দুই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিব ও মিরাজ ফাইনালের একাদশে ছিলেন না। তবে অল্প সময়েই তিনি টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া সাফল্য রিশাদকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে খেলার সুযোগ করে দেয়। তাকে দলে ভিড়িয়েছিল টরন্টো ন্যাশনালস। কিন্তু ভিসা জটিলতায় কানাডায় যেতে পারেননি। তিনি খেলতে না পারলেও শেষ পর্যন্ত তাঁর দল টরন্টো ন্যাশনালসই চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগের সর্বশেষ মৌসুমে রিশাদকে কিনেছিল হোবার্ট হারিকেন্স। তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি। তিনি না খেললেও চ্যাম্পিয়ন হয় হোবার্ট হারিকেন্স, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)