পাকিস্তানের পাঞ্জাবে রেড এলার্ট জারি করেছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। রোববার (১৮ মে) জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, পাঞ্জাবের প্রধান শহর এবং সমতল অঞ্চলে চলমান তাপপ্রবাহ তীব্র হতে পারে। সোমবার (১৯ মে) তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।পিডিএমএ'র মুখপাত্র তীব্র আবহাওয়ার সময় বাসিন্দা এবং দর্শনার্থীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি খোলা বা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার এবং সরকারি ভ্রমণ পরামর্শ অনুসরণ করতে বলা হয়েছে।তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) সন্ধ্যা ও রাতে গিলগিট-বালতিস্তান, উচ্চ খাইবার পাখতুনখোয়া, কাশ্মীর এবং তাদের সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কিছু জায়গায় তীব্র বাতাস এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।
এতে বলা হয়েছে, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বেলুচিস্তানে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় সন্ধ্যা ও রাতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে।দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা নাগরিকদের তাপদাহের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছেন। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এমন দুর্বল ব্যক্তিদের সাবধানে থাকতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)