রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা, বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিবরণ:
৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৫ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন:
অভিযানের উদ্দেশ্য ও ফলাফল:
আরএমপির পক্ষ থেকে জানানো হয়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ গ্রেপ্তার করা হয়। অভিযানে মূলত নাশকতাকারী, মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনাই ছিল উদ্দেশ্য।
আইনগত ব্যবস্থা:
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আরএমপি কর্তৃপক্ষ বলছে, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহীর স্থানীয় জনগণ এ ধরনের অভিযানকে ইতিবাচকভাবে দেখলেও কিছু মহল থেকে দাবি করা হয়েছে যে, বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িতদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)