অভিনয়ে অভিষেকের ঠিক দুই দশক পর এবার নির্মাণে হাতেখড়ি হচ্ছে রাধিকার।নির্মাণ করছেন প্রথম ছবি ‘কোটিয়া’। অ্যাকশন-ফ্যান্টাসি ছবিটির গল্প এক তরুণীকে নিয়ে। যে এক সময় আখ-শ্রমিক ছিল, পরে চিকিৎসার মাধ্যমে একটি সুপারপাওয়ার পেয়ে যায়। সেই শক্তি ব্যবহার করে পরিবারের ঋণ শোধ করে সে।ভারতের চণ্ডীগড়ে অনুষ্ঠিত ‘সিনেভি-সিএইচডি’ সিনেমা বাজারে ছবিটি অংশ নিয়েছে। সেখান থেকেই ‘কোটিয়া’র খবর এলো প্রকাশ্যে। এটি প্রযোজনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। তবে ছবিটির শুটিং কবে নাগাদ হবে, কারা অভিনয় করবেন কিংবা মুক্তি পাবে কবে, সেসব বিষয়ে এখনই কিছু বলছেন না পরিচালক-প্রযোজকরা।অভিনয়ে রাধিকাকে সর্বশেষ দেখা গেছে ‘সিস্টার মিডনাইট’তে।এদিকে ব্যক্তিগত জীবনে রাধিকা সম্প্রতি মা হয়েছেন। গেল ডিসেম্বরে সুখবরটি প্রকাশ করেন তিনি। মাতৃত্বকালীন অবসর পেরিয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী। তাঁর অভিনীত ‘লাস্ট ডে’ মুক্তির অপেক্ষায় আছে। আমেরিকান নির্মাতা জাস্টিন লিনের ছবিটি ২৮ জানুয়ারি সানড্যান্স উৎসবে প্রদর্শিত হয়েছিল। প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।