রবিবার (৫ জানুয়ারি) রাতে ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য ৯৭৪টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এদিন পুরো ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করেছিল পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ৯টি। তবে গোল হয়নি একটিতেও। এতে দর্শকটা অপেক্ষা করছিলেন পেনাল্টি শ্যুটআউটের। তবে পিএসজিকে ঝুঁকি নিতে দেননি ডেম্বেলে।
৯২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন তিনি। গোলমুখের সামনে ফরাসি তারকাকে পাস দেন ফ্যাবিয়ান রুইজ। এতে স্কোরশিটে না লেখাতে খুব বেশি কষ্ট করতে হয়নি ডেম্বেলের।
গত মাসে ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ডেম্বেলে। ওই ম্যাচে মোনাকোকে ৪-২ গোলে হারিয়েছিল ছিল পিএসজি।
সবশেষ ২০০০ সালে ফ্রেঞ্চ সুপার লিগের শিরোপা জিতেছিল চারবারের চ্যাম্পিয়ন মোনাকো। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দুবারই হেরেছে পিএসজির কাছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)