সাধারণ আমদানি ও ব্যাক-টু-ব্যাক আমদানির যেসব বিল বকেয়া হয়ে আছে, সেগুলো দ্রুত পরিশোধের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি অন্তত ২৫টি ব্যাংকের অংশগ্রহণে বাংলাদেশ ব্যাংক অথরাইজড ডিলার্স ফোরামের ৩৭তম সভায় ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।
ঠিক সময়ে আমদানির পেমেন্ট কেন পরিশোধ করা হয়নি তা জানতে চেয়ে বেশ কয়েকটি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংককে ওভারডিউ বিল (বকেয়া) পরিশোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ স্থানীয় ও বৈদেশিক স্বীকৃত বিল পরিশোধের বিষয়টি ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের ইমপোর্ট ট্রেড শাখা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত মনিটরিং করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেকগুলো কারণে ব্যাংকের আমদানি বিল পরিশোধ করতে দেরি হয়। বিশেষ করে, ব্যাক-টু-ব্যাক আমদানি এলসির পেমেন্ট করা হয় সংশ্লিষ্ট এক্সপোর্ট প্রসিড (রপ্তানির অর্থ) পাওয়ার পর। অনেক ক্ষেত্রে এক্সপোর্ট প্রসিড পেতে মাসখানেক দেরি হয়। এক্ষেত্রে অনেক ব্যাংক ঠিক সময়ে পেমেন্ট করতে পারে না। কেন্দ্রীয় ব্যাংককে ব্যাখ্যায় বিষয়টি বলা হয়েছে।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকগুলোকে যথাসময়ে বিল পরিশোধের আগের নির্দেশনা উল্লেখ করে বলেন, গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রান্সেকশন (জিইউইটি)-২০১৮ অনুযায়ী আমদানির বিপরীতে ব্যাংকগুলোকে স্থানীয় ও বৈদেশিক স্বীকৃত বিল যথাসময়ে পরিশোধ করার নিয়ম রয়েছে। আর যথাসময়ে আমদানিমূল্য পরিশোধ করা না হলে ব্যাংকের সংশ্লিষ্ট অথরাইজড ডিলার্স শাখার লাইসেন্স বাতিলের নির্দেশনাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)