অলকা ইয়াগনিকের অন্ধ ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন। সকালে এই একটি খবর মায়ানগরীতে সাড়া ফেলে দিয়েছে। বিশ্ব যার সন্ত্রাসে ভয়ে কাঁপতো, তিনি হিন্দি রোমান্টিক গান শুনতেন। অ্যাবোটাবাদের সেফ হাউজের বাড়ি থেকে ২০১১ সালে তার ব্যক্তিগত কম্পিউটার আটক হয়। আর সেখানে পাওয়া গেছে অলকার একাধিক গান।
এ প্রসঙ্গে অলকা বলেন, লাদেন যদি আমার গানের ভক্ত হয়, তাহলে দোষ কোথায়? জানা গেছে, লাদেন শুধু অলকার গানই শুনতেন না, তার ল্যাপটপে উদিত নারায়ণ, কুমার শানুরও অসংখ্য গান ছিল। বিন লাদেনের কম্পিউটার থেকে পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- অজয় দেবগান ও কাজলের ‘পেয়ার তো হো নাহি থা’- এর ‘আজনবি মুঝকো ইতনা বাতা’, সালমান খান ও মাধুরী দীক্ষিতের ‘দিল তেরা আশিক’-এর শীর্ষ সংগীত এবং ১৯৯৪ সালের ‘জানে তামান্না’-তে গাওয়া উদিত নারায়ণের ‘তু চাঁদ হ্যায় পুনম কা’। এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে অলকা ক্ষোভ ঝেড়ে দাবি করেন, গানের ইন্ডাস্ট্রিতেও রাজনীতি রয়েছে। তিনি নিজেও রাজনীতির শিকার হয়েছেন। তার কাছ থেকে বেশকিছু গান কেড়ে নেয়া হয়েছিল। তার মতে, সব কাজেই রাজনীতির ছায়া থাকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)