কাঙ্ক্ষিত মুনাফা না পাওয়ায় পুঁজিবাজারে লেনদেন হওয়া ব্যাংকের শেয়ারে মন্দাবস্থা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ১৪টিই লেনদেন হচ্ছে ফেস ভ্যালুর নীচে। বাকিগুলোও খুব একটা ভালো অবস্থায় নেই। যে কারণে ব্যাংকের শেয়ার আগ্রহ কম বিনিয়োগকারীদের।এমন অবস্থায় শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, ১০ শতাংশের বেশি খেলাপি থাকলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক।
বিধিবদ্ধ জমা এবং প্রভিশন সংরক্ষণে ব্যর্থ ব্যাংকও পড়বে এ নিয়মের আওতায়। লভ্যাংশ ঘোষণায় পূরণ করতে হবে আরো কিছু শর্ত। যা পরিপালন করে অনেক ব্যাংকের পক্ষে লভ্যাংশ দেয়া সম্ভব হবে না। যার বিরুপ প্রভাব পড়বে পুঁজিবাজারে।সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণের কারণে এমনিতেই নাজুক অবস্থায় ব্যাংক। নতুন শর্ত আরোপ করায় হাতে গোনা কয়েকটি ছাড়া কেউ লভ্যাংশ দিতে পারবে না। এর ফলে পুজিবাজারে নেতিবাচক প্রভাব পড়বে। যা সামাল দেয়া কঠিন হবে বলেও মনে করেন তারা।ডিএসই’র সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশীদ লালী বলেন, বাংলাদেশ ব্যাংক বলছে, আর্থিক খাত শক্তিশালী করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সাময়িকভাবে নেতিবাচক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে লাভবান হবেন বিনিয়োগকারীরাই। নতুন প্রজ্ঞাপন বাস্তবায়নে এক বছর সময় সময় পাবে ব্যাংক। তাই এটি নিয়ে এখনই উদ্বিগ্ন হবার কারণ নেই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)