বান্দরবানের বনরুপা এলাকায় এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌর এলাকার বনরুপা পাড়া এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন এবং পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল সৌরভ দাশ ঢালী (৩২) এর স্ত্রী। রুম্পা দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীসহ দুই শিশু সন্তানকে নিয়ে শহরের বনরূপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি।
প্রতিদিনের ন্যায় রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যায়। পরে তার দুই শিশু সন্তানসহ স্বামী ঘুমিয়ে পড়লে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুম্পা দাশ।এদিকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে স্বামী ঘুম থেকে উঠে রুম্পাকে ডাকাডাকি করলে দরজা না খুললে পরে দরজা ভেঙে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার স্বামী। তবে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আবদুল করিম জানান, রুম্পা দাশ নামে এক নারী পুলিশ সদস্যর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)