বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের ফোনালাপ নিয়ে হঠাৎই হৈ-চৈ ক্রিকেটপাড়ায়। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে হঠাৎ ফাঁস হয় বিষয়টি। মূলত দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের সেই ফোনালাপ প্রচারিত হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে নানান আলোচনা-সমালোচনা চলছে। তবে ফাঁস হওয়া ফোনালাপের নেপথ্য ঘটনা কি, তা এখনও অজানা। এবার বিষয়টির ব্যাখ্যা করতে বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় লাইভে আসছেন এই ওপেনার।
আরো পড়ুন:আইপিএলের জনপ্রিয়তার আসল কারণ জানালেন কোহলি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। এদিকে আজ ৩৫তম জন্মদিন সাবেক এই ওয়ানডে দলপতির। নিজের ওই পোস্টে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতাও জানিয়েছেন তামিম। ফেসবুক পোস্টে তামিমের ভাষ্য, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’
https://youtu.be/_Wh6M7r03ck?si=qhctf249T9IUavL8
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)