প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ১০:৫৩ এ.এম
ফোন কনসেপ্ট, বদলানো যাবে ক্যামেরার লেন্স

ভবিষ্যতে আইকনিক আইপিএ-গুলোর সঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রির অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও সম্পর্ক তৈরিতে কাজ করবে রিয়েলমি। এটি অন্তত একটি আইপি এর সঙ্গে কাজ করতে চায়, যেটি তরুণদের ভাবনাকে গভীরভাবে মূল্যায়ন ও তাদের অনুপ্রাণিত করে।
‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে ‘আল্ট্রা’ ফোনের কনসেপ্ট ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। এই অভিনব ও যুগান্তকারী স্মার্টফোনে থাকবে- ‘প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেম’ এর সঙ্গে যুক্ত ১-ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর। যেটি ব্যবহারকারীদের সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার সুযোগ করে দেবে।এতে থাকবে- ৭৩এমএম পোট্রের্ট এবং ২৩৪এমএম টেলিফটো, এ দুটি প্রো-লেভেল লেন্সেস। এছাড়া রিয়েলমি ‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে তিন বছরের কৌশল পরিকল্পনাও প্রকাশ করেছেন। ‘মিড থেকে হাইএন্ড’মার্কেটে গুরুত্ব দিয়ে কোম্পানিটি বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা দ্বিগণ করার কথা ভাবছে। এছাড়া- এমডব্লিউসি ২০২৫ সম্মেলনে রিয়েলমি ৩টি সিগনেচার প্রোডাক্ট এর গ্লোবাল পজিশনিং ঘোষণা করেছে। তরুণদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জনপ্রিয় করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা রিয়েলমি- স্মার্টফোনগুলোতে এআই এর ব্যবহার আরো উপযোগী করার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সীমাহীন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। এছাড়া- ব্র্যান্ডটি জিটি সিরিজ, নাম্বার সিরিজ সি সিরিজ এবং অন্যান্য ব্যবহারকারীদের সেরা চিপসেট ও ব্যাটারির অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।২০২৫ সালে রিয়েলমি, শীর্ষস্থানীয় বিনোদন এবং লাক্সারি আইপির সঙ্গে অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক করতে ইচ্ছুক, যার মাধ্যমে সৃজনশীল ভাবনার প্রকাশ ঘটিয়ে ইন্ড্রাস্ট্রিতে নতুন মানদণ্ড তৈরি করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta