ফেনীর সোনাগাজীর দক্ষিণাঞ্চলে ফেনী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বিশাল চরাঞ্চল মৎস্য চাষের নামে দখল করে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে আবহমান কাল থেকে চরাঞ্চলে বসবাসকারী গরু, মহিষ ও ভেড়ার শতাধিক খামারিরা চারণভূমি হারিয়ে বিপাকে পড়েছে। অপরদিকে নদী ও খাল দখল হয়ে যাওয়ায় জেলেপাড়ার শত শত মৎস্যজীবী জেলে পরিবারগুলো তাদের আদি পেশা ছেড়ে অন্য পেশায় নিজেদের সম্পৃক্ত করতে না পেরে অসহায়ভাবে মানবেতর জীবন যাপন করছে।
স্থানীয় এলাকাবাসী, চরাঞ্চলের খামারিরা, উপকূলের জেলেরাসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২০১২ সালের দিকে বড় ফেনী নদীর বাঁকা নদী সোজা করণ প্রকল্প বাস্তবায়নের ফলে ফেনী নদীর দুই তীরে পলি জমে হাজারো একর জায়গায় নতুন চর জেগে ওঠে। নতুন চর জেগে ওঠায় স্বল্প সময়ের ব্যবধানে সোনাগাজীর দক্ষিণাঞ্চলে চরাঞ্চলের দৃশ্যপট ও পাল্টে যায়। দেখা দেয় আশার আলো।
চরাঞ্চলের খামারিরা জানান, চরাঞ্চলের খামারের গরু, মহিষ ও ভেড়ার মাংস এবং দুধ এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণ করে আসছে। সোনাগাজীর চরাঞ্চলের বিলুপ্তি ঘটলে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে বিশাল জনগোষ্ঠীর মাংস ও দুধের সংকট দেখা দেবে। ফলে এটি জাতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। থমকে দাঁড়াবে দেশের অর্থনীতির চাকা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)