সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেরোববার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে লাব্বাইক পরিবহণের একটি বাসে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে চালক ও সহকারী বাসটি পার্ক করে পাশের দোকান থেকে কয়েল কিনতে যান। ফিরে এসে তারা দেখতে পান, বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা সেলিম খান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)