ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে একটি নতুন ভিডিও পোস্ট করলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (৩০ মে) রাতে পরীমণি এ ভিডিও প্রকাশ করেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার ফ্রিজ-এর আত্মকাহিনী’।
আরো পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভিডিওতে দেখা যায়, পুরো ফ্রিজভর্তি বাহারি সব আইটেমের মিষ্টি। ভক্ত-অনুরাগীরা পরীর এই ভিডিওটিকে লুফে নিয়েছেন। নায়িকার ফ্রিজে বিভিন্ন আইটেমের মিষ্টি দেখে জানিয়েছেন নিজেদের লোভের কথা। কেউ কেউ আবার প্রিয় নায়িকাকে দিয়েছেন মিষ্টি কম খাওয়ারও পরামর্শ ।প্রসঙ্গত, পরীমণি বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে।
https://youtu.be/xhf7hMOLS00?si=7MGKVRMLxpvBh51h
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)