দুই বাংলার দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর আজ জন্মদিন। রাত বারোটা পর থেকেই সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী সবাই তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন। বাদ যাননি জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহও। তিনি তার ফেসবুকে লিখেছেন, আজ এমনই এক মানুষের জন্মদিন যে আমাদের মাঝে আনন্দ এবং ইতিবাচকতা ছড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, সে একজন বিস্ময়কর মানুষও। সেই সঙ্গে অসাধারণ প্রতিভার অধিকারী এবং দুর্দান্ত অভিনেতা। আমি আশা করি, তার জন্মদিনটি তার মতোই দুর্দান্ত ও অসাধারণ হবে।
আরো পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিজরী আরও লিখেছেন, তুমি আমাদের দেশের গর্ব। তাই আমি সবসময় বলি আমাদের একজন চঞ্চল চৌধুরী আছে। শুভ এবং মঙ্গলময় হোক তোমার জীবনের প্রতিটি ক্ষণ। প্রসঙ্গত, কিছুদিন আগে চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জী পরিচালিত পদাতিক সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সেখানে মৃণাল সেনের চরিত্রে দেখা গেছে চঞ্চলকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’ সিনেমায়ও অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।
https://youtu.be/ZFoBVwAsoH0?si=Yr9hZFewfZugZ9Jg
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)