‘মাঠে নামলে কেউ বড় নয়’— অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এভাবেই হুঙ্কার দিয়েছিলেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস। এবার অজিদের বিপক্ষে ‘ভয়ডরহীন’ ক্রিকেটও খেলল তারা। তবে ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত তারকায় ঠাসা অজিদের কাছে পাত্তা পায়নি ওমান। অজিদের সঙ্গে ৩৯ রানের ব্যবধানে হেরে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় দেখল তারা। বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে অজিরা। মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। এ ছাড়াও ডেভিড ওয়ার্নার করেন ৫৬। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২৫ রানে থামে ওমানের ইনিংস। ব্যাটিংয়ের পর বল হাতেও সর্বোচ্চ ৩ উইকেটে নেন মার্কাস স্টয়নিস। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস। অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদানও দিয়েছিলেন বিলাল খান। ইনিংসের তৃতীয় ওভারেই ট্রাভিস হেডের উইকেট তুলে নেন এই পেসার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)