প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ১১:৪৪ এ.এম
শক্তি কমল ব্রাজিলের
ফুটবলে দারুণ এক সময় পার করছে আর্জেন্টিনা। একের পর এক শিরোপা জিতে যাচ্ছে লিওনেল মেসির দল। অন্যদিকে বিপরীত চিত্র ব্রাজিলের। জৌলুস হারিয়ে যেন ডুবতে বসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই অবস্থায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আর সেই ম্যাচের আগে শক্তি আরও কমেছে ব্রাজিলের। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, অপ্রতিরোধ্য আর্জেন্টিনার বিপক্ষে পারবে তো ব্রাজিল?
সবশেষ ম্যাচে কলম্বিয়াকে কোনো রকমে হারানো ব্রাজিল এই ম্যাচে পাচ্ছে না দলের সেরা গোলরক্ষক আলিসন বেকারকে। আগে থেকেই দলে নেই আরেক তরকা গোলরক্ষক এদরসন। যে কারণে গোলবারের নিচে কে শেষ শট ঠেকাবে তা নিয়ে এখন দুশ্চিন্তায় দলটি।এই অবস্থায় ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তার স্কোয়াডে পরিবর্তন এনেছেন চারটি। মিডফিল্ডার গার্সন চোটে পড়ায় ও সবশেষ ম্যাচে হলুদ কার্ড দেখায় আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। তাই বাধ্য হয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে ব্রাজিলকে।দলে ডাক পাওয়া ফুটবলাররা অবশ্য আগে থেকেই দরিভালের প্রাথমিক দলে ছিলেন। কলম্বিয়ার বিপক্ষে সেই সুযোগ না হলেও এখন মাঠে নামার অপেক্ষায় তারা। দলে নেওয়া হয়েছে দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এ ছাড়া আলিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta