লেবানন ও সিরিয়ান সৈন্যদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনায় তিন সিরিয়ান সৈন্য নিহত হয়েছে।গত এক মাসের মধ্যে এই প্রথম বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল। গত এক মাস ধরে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সিরিয়ার সৈন্যদের মধ্যে সংঘর্ষ চলছিল। এদিকে লেবানন উত্তর ও পূর্ব সীমান্তে সিরিয়ার কাছে এবং দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়ে চলছে। এ অবস্থায় দেশটি আন্তর্জাতিক তহবিলের দাবি জানিয়েছে।
উত্তেজনা কমানোর জন্য লেবানন ও সিরিয়ান সৈন্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সীমান্তে লেবানন তার সৈন্য সংখ্যা বাড়িয়েছে। রোববার রাতভর দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষে সিরিয়ার সীমান্ত এলাকা থেকে বাসিন্দারা হারমেল অঞ্চলে পালিয়ে গেছে।
সিরিয়ার অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে শনিবার সিরিয়ায় প্রবেশ করে তিনজন সৈন্যকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদেরকে লেবাননে হত্যা করা হয়। তবে হিজবুল্লাহ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের এ অভিযোগ প্রত্যাখ্যান করে এতে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছে। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা ওয়ার মনিটর জানিয়েছে, এ ঘটনায় হিজবুল্লাহ যুক্ত রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ান সৈন্য হিজবুল্লাহর সমাবেশকে লক্ষ্য করে শেল ছুড়েছে। এদিকে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত তিন সিরিয়ান সৈন্যের মরদেহ দেশটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)