ঢাকার গুলিস্তান এলাকা থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কম্বল ও তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে ফুটপাথ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পল্টন থানার এসআই জাহেদুল আলম জানিয়েছেন, আহাদ পুলিশ বক্সের পাশের ফুটপাথে নবজাতকটি পড়ে ছিল। মুন্নী নামে এক নারীসহ কয়েকজন তাকে দেখতে পান এবং শিশুটির পাশে কোনো লোকজন না পেয়ে থানায় নিয়ে আসেন।পরবর্তীতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসমাত বলেন, শিশুটি পূর্ণাঙ্গ সময়ে জন্মগ্রহণ করেনি এবং তার কিছু শারীরিক সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ওজনও স্বাভাবিকের তুলনায় কম। পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে, তবে বর্তমান পরিস্থিতিতে শিশুটির অবস্থা ভালো নয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)