বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বহু আগেই নিজের অভিনয় দক্ষতায় ভক্তদের মন জয় করেছেন তিনি। বছর দুয়েক আগে কন্যাসন্তানের মাও হয়েছেন হয়েছেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী। মা হওয়ার পর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বিপাশার জীবন। এবার নতুন পরিচয়ে আসছেন তিনি। শিগগিরই লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছেন, একটি বই লিখবেন তিনি। তবে কোনো গল্প কিংবা উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা।
আরো পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিপাশা জানান, যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে, সেই বিষয়গুলো লিপিবদ্ধ করা হবে তার বইতে। পাশাপাশি নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তাই পাঠকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি। অভিনেত্রী বলেন, জীবনে প্রচুর উত্থান-পতন দেখেছি আমি। কিন্তু তারপরেও আজ যেখানে রয়েছি, জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার কারণেই সেটা সম্ভব হয়েছে। এবার সেগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমি। প্রসঙ্গত, বিপাশার বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয়। আগামী বছর বইটি প্রকাশিত হবে বলে জানা গেছে।
https://youtu.be/4dncJW7SxHg?si=OIY2PJ5LEtyTUNIs
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)