বেপরোয়া হয়ে উঠেছেন নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক তপু রায়হান ও সন্ত্রাসী বাহিনীরা
রাজনীতির মাঠে জটিল সমীকরণ নিয়ে দুর্বার গতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একক বাকশালিয় আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশকে বাঁচাতে নবরূপে আবির্ভাব হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। নীতি আদর্শের কারনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম সুখ্যাতি সর্ব মহলে। গত ১৫ বছরের আওয়ামী লীগের দুঃশাসন ও জুলুম নির্যাতন সহ্য করে টিকে থাকার সংকল্পবদ্ধ ছিল বি এন পি। দলের ঐতিহ্য ধরে রাখতে সাধারণ নেতা কর্মীরা ছিল দারুণ অবিচল। অথচ বর্তমান সময়ে বি এন পির একাংশ লুটপাট সহ জুলুম নির্যাতন শুরু করে দিয়েছেন। দলের নির্দেশনা উপেক্ষা করে রমরমা দখল বানিজ্যের পাশাপাশি হুমকি ধুমকি করে যাচ্ছেন। আর সেই সূত্র ধরেই স্বরূপকাঠি উপজেলার মধ্যে বি এন পির রাজনীতির মাঠ দুই ভাগে বিভক্ত। দলের মধ্যে একটা অংশের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে মাঠে থাকতে চাচ্ছেন। অপরদিকে বি এন পির অন্য একটা অংশের নেতাকর্মীরা চাঁদাবাজির পাশাপাশি হুমকি সহ দখল বানিজ্যের রমরমা বানিজ্য করে যাচ্ছেন। অভিযোগ উঠছে দলের নির্দেশনা উপেক্ষা করে এ চক্রের নেতাকর্মীরা গত একমাসে মোটা অঙ্কের নগদ অর্থ কামিয়েছেন।
আর সেই কারনে চলতি সপ্তাহে বালু ভরাটের ইস্যু নিয়ে বি এন পির দুটো গ্রুপের সাথে তর্ক বির্তক, হাতাহাতি করতে কুন্ঠা বোধ করেননি। বলগেট লোড আনলোডের এক ব্যাবসায়ীর কাছে চাঁদা দাবি করেন।চাঁদাবাজরা স্থানীয় উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক তপু রায়হান। মামলার বাদী গণ মাধ্যম কর্মীদের বলেন এ চক্রের সদস্যরা চরম বেপরোয়া ও উশৃংখল টাইপের। এ চক্রের সদস্যরা প্রায়ই বলগেট ব্যাবসায়ী মোঃ নান্না হাওলাদারকে বিরক্ত করে। আর সেই কারনে গত ০৮/০৯/২৪ তারিখে তপু রায়হানের লোকজন অস্ত্র সস্র নিয়ে আমাদের কাজে বাধা দেয়।সন্ত্রাসী বাহিনীর লোকজন আমাদের লোকজনকে হুমকি করে। একপর্যায়ে আমাদেরকে স্টাফ মোঃ মোঃ তানভীরকে এলোপাতাড়ি ভাবে মারধর করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে। তানভীরের অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন মুহুর্তের মধ্যে ইন্দেরহাট বাজারের মধ্যে সেবা ক্লিনিকে নিয়ে যায়।
এদিকে স্থানীয় সুত্র আরও জানান, বলগেটের স্টাফ তানভীরকে হাসপাতালে পাঠানোর পরেও আমাদের হুমকি দেওয়া হয় তোরা কিভাবে আমাদের এলাকায় কাজ করো। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তপু রায়হান বি এন পির বর্তমান আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের একান্ত কাছের লোকজন। ওয়াহিদের আস্কারা পেয়ে সোহাগদল ইউনিয়নের তপু রায়হান দারুণ বেপরোয়া।
আর সেই কারনে বলগেট ব্যাবসায়ী মোঃ নান্না হাওলাদারকে জীবন নাসের হুমকি দিতেও ভুল করেননি।অথচ বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া দল নিয়ে স্থানীয় উপজেলা বি এন পির আহবায়ক তপু রায়হান এ-সব কি করে যাচ্ছেন। অথচ কোটা সংস্কার আন্দোলন করে বাংলাদেশের রাজনীতির মাঠে একটা ইতিহাস সৃষ্টি করে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন।
ছাত্র সমাজ গত ০৫/০৮/২৪ তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত একটা আলোড়ন সৃষ্টি করে মাঠ থেকে উঠে এসেছে। স্বপ্নের ও আর্শীবাদের সরকার গঠন হয়েছে অন্তবর্তিকালিন সময়ের জন্য। এব্যাপারে স্বরূপকাঠি উপজেলার বহু শীর্ষ নেতারা গণ মাধ্যম কর্মীদের বলেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তপু রায়হান ও তার বাহিনীরা যা শুরু করে দিয়েছেন তাদলের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে।গত ০৫/০৮/২৪ থেকে প্রায় এক সপ্তাহ পর্যন্ত বি এন পির একাংশ লুটপাট সহ জুলুম নির্যাতন ও দখল বানিজ্যের রাজনীতি কার দুঃসাহস দেখিয়েছেন। অথচ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা উপেক্ষা করে রমরমা বানিজ্য মেলার রাজনীতি করে চরম বিতর্কিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইতিহাসের পাতায় নাল লিখিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেতে যাচ্ছেন সর্ব সাধারনের জন্য। কিন্তু জনপ্রিয় দল বি এন পির একটা অংশের নেতাকর্মীরা লুটপাট সহ জুলুম নির্যাতন শুরু করে দিয়েছেন। আর সেই কারনে সমগ্র বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলা উপজেলার মধ্যে বি এন পির তান্ডব লিলা শুরু করে দিয়েছেন। আর সেই ধারাবাহিকতায় বাদ যায়নি স্বরূপকাঠি উপজেলার পূর্ণ ভূমি খযাত ছারছিনা দরবার শরীফের নেছারাবাদ উপজেলার অলিগলি।
অথচ বিগত বছরগুলোতে স্বরূপকাঠি উপজেলার মধ্যে ছিল শান্তির সুবাতাস। টুকটাক দু'চারটা ঘটনা ছাড়া সমগ্র উপজেলার মধ্যে পরিবেশ ছিল শান্ত। দলমত নির্বিশেষে মানুষের মধ্যে একটা আন্তরিকতার ভাব ছিল। কিন্তু একজন তপু রায়হান ও তার বাহিনীর কারনে স্থানীয় রাজনীতির মাঠ প্রশ্নবিদ্ব। এদিকে ক্ষতিগ্রস্থ হওয়া বলগেট মালিক মোঃ নান্না হাওলাদার বলেন আমি বাধ্য হয় স্বরূপকাঠি উপজেলার স্বেচ্ছাসেবক দলেরভারপ্রাপ্ত আহবায়ক তপু রায়হান ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হই। অতিমাত্রায় দাম্ভিকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা দেই। আমার ব্যাবসার ভীষণ ক্ষতি সাধন করে।
পাশাপাশি আমাকেও হত্যার হুমকি দেয়।এমনকি আমার স্টাপ হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে মামলার আসামি বিএনপির স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তপু রায়হান, লিমন, উজ্জ্বল, রুভেল,মোঃ শামিম, মোঃ আজাদ, মোঃ সুমন ও মোঃ হোসেন প্রমুখরা। মামলার বাদী গণ মাধ্যম কর্মীদের কাছে বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করার পর প্রকৃত অপরাধীর কঠিন শাস্তির আওতায় আনার আহবান জানান।
সর্বশেষ তথ্য অনুযায়ী স্বরূপকাঠি উপজেলার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তপু রায়হানের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকার কারনে যোগাযোগ সম্ভব হয়নি। এদিকে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার কথা স্বীকার করেন।আমরা সঠিক তদারকি করার পর যথাযথ নিয়মে আইনের ধারার প্রকৃত অপরাধীর শান্তি হবে।অন্যদিকে উপজেলার বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা তপু রায়হানের দল থেকে বহিষ্কার দাবি জানাচ্ছে।