ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান।ঈদের দিন সকাল সাড়ে ৮টায় সেখানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।সোমবার (২৫ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক এ তথ্য জানান। তবে কোনো কারণে ঈদুল ফিতরের দিন আবহাওয়া বৈরী থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা পরপর এসব জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এক ঘণ্টা পরপর ৪টি এবং বেলা পৌনে ১১টায় সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বলে জানান আবু বকর সিদ্দীক।
আরো পড়ুন:রাজধানীর বিভিন্ন হাসপাতালে র্যাবের অভিযান
এদিকে ঈদুল ফিতরের নামাজের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। এই মুহূর্তে প্যান্ডেল তৈরি ও মাটি ভরাটসহ মাঠ সজ্জার বিভিন্ন ধরনের কাজ চলছে। ইতোমধ্যে প্যান্ডেলের জন্য বাঁশের খুঁটি বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।
ডেকোরেটর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বলেন, ২৬-২৭ রোজার মধ্যেই আমরা প্যান্ডেল নির্মাণের কাজ শেষ করার পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ১০ বা ১১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ মাঠসহ আশপাশে প্রায় অর্ধ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া সাড়ে পাঁচ হাজার নারীর জামাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)