রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে। দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারে তালহা বিন জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছিল। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে জাদুঘরের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)