প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৪:০১ পি.এম
ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনা

রাজধানীর ডেমরার মোটরসাইকেল দুর্ঘটনায় ওবায়দুল ইসলাম (৪২) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি যাত্রাবাড়ির মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সিবাড়ি এলাকায়।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী বলেন, সকালে অফিসে যাওয়ার সময়ে ডেমরা মীরপাড়া পেট্রোল পাম্পের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ পাই। এগিয়ে গিয়ে দেখি অছিম পরিবহণের একটি বাসের সামনে মোটরসাইকেল পড়ে আছে, তার পাশে রক্তাক্ত অবস্থায় দুজন পড়ে রয়েছেন। সেখানে লোকজন জড়ো হয়ে দেখছেন। কিন্তু কেউ ধরছেন না।
শুধু বলছেন, হাসপাতালে নিয়ে যান। পরে আমি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। খবর পেয়ে তাদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে জানতে পারি তারা সম্পর্কে বাবা-ছেলে।তিনি আরো বলেন, তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে না রাখায় সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। ছেলে লাবিবকে ভর্তি করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ছেলেটি চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta