এক করদাতা রেমিট্যান্স হিসেবে ৭৩০ কোটি টাকা বিদেশ থেকে এনে আয়কর ফাঁকি দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি।ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে ‘অর্থনীতি-আলাপন: রাজস্ব ব্যবস্থাপনা ও গণমাধ্যম’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।তবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর রেয়াত সুবিধা দেওয়া হয় ভালো উদ্দেশ্যে। প্রবাসে যারা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে তাদের টাকা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসার জন্য রেমিট্যান্সকে আয়করমুক্ত করা হয়েছে। অথচ একজন ব্যক্তি ৭৩০ কোটি টাকা নিয়ে এলেন এবং উনি বলছেন এটা ওয়েজ আর্নার ও করমুক্ত। এ ধরনের আরো অনেক ঘটনা বেরিয়ে আসছে।বর্তমানে এক কোটি ১৩ লাখ করদাতা রয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, গত ১০ বছরে হয়েছে ৮০ থেকে ৮৫ লাখ মানুষ টিআইএন নিয়েছেন। কিন্তু এরা কিন্তু ট্যাক্স রিটার্ন দেয় না, ট্যাক্স রিটার্ন দিবেন বা কেন। ট্যাক্স রিটার্ন না দিলে যদি শান্তিতে থাকা যায়, কোনো ঝামেলা না হয়, তাহলে যারা রিটার্ন দিচ্ছে তারাই বোকা। ১ কোটি ১৩ লাখ ই-টিআইএনধারীর মধ্যে ৪০ লাখ রিটার্ন দেয়, বাকি ৮০ লাখের ওপরে দেয় না। এর অর্থ হলো এনবিআর মাঠ পর্যায়ে যে এনফোর্সমেন্ট করার কথা, সেটা করতে পারছে না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)