লীগ পর্বের শেষ রাউন্ডে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ওই ম্যাচে জয়ের বিকপ্প ছিল না মোহামেডানের। সেই ম্যাচ জিতে শুধু নিজেদের শিরোপা জয়ের আশা বাচিঁয়ে রাখেনি তারা, লীগটাকেও জমিয়ে তুলেছে । আজ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগ পর্ব। শিরোপা বাগিয়ে নেওয়ার দৌড়ে দুই দলই সমানে সমান। তবে গাজী গ্রুপ ক্রিকেটার্স এই দুই ক্লাবের পা হড়কানোর অপেক্ষায় থাকবে। সুপার লীগে আজ প্রথম দিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। একই দিনে বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলবে আবাহনী আর ৪ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুবদের নিয়ে গড়া অগ্রণী ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে শেষ করে।জাকের আলী অনিক, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটারদের তারকা ঠাসা লিজেন্ডস অফ রূপগঞ্জ সুপার লীগে উঠেছে ষষ্ঠ হয়ে।সুপার লীগে যোগ হবে লীগ পর্বের পয়েন্ট। সবমিলিয়ে যে দল শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। এক্ষেত্রে এগিয়ে আবাহনী ও মোহামেডান। দুই দলই সমান পয়েন্ট নিয়ে সুপার লীগ শুরু করছে আজ। এই পর্বে যদি দুই দলই প্রথম ৪টি ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে শিরোপা নির্ধারণ হবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)