রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরো পড়ুন: রাজধানীর লালবাগে জুতার কারখানায় আগুন
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমাদের ৮টি ইউনিট কাজ করে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
আরো পড়ুন: কলকাতার মালদহে চলন্ত ট্রেনে আগুন
এর আগে, দুপুর ১ টার দিকে মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)