বিদ্যুৎস্পৃষ্টে মেহেরপুরের গাংনীতে আমিরুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধানের জমিতে সেচ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: ওটিটিতে আসছে চঞ্চল চৌধুরীর ‘আয়নাবাজি’
আমিরুল ইসলাম গাংনী উপজেলার জালশুকা গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ধানের জমিতে সেচ দেওয়া হচ্ছিল। সেচ দেওয়া শেষ হওয়ায় তিনি সেচ পাম্প বন্ধ করতে গিয়েছিলেন। সুইচে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরো পড়ুন: ওটিটিতে আসছে চঞ্চল চৌধুরীর ‘আয়নাবাজি’
https://youtu.be/jUzwZkxWV9k?si=ZY3LsnTR_tMfw9o8
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)