১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন মারিয়ান। প্রখ্যাত ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যাম তাঁকে খুঁজে পেয়েছিলেন। মারিয়ানের তুমুল জনপ্রিয় আ টিয়ার্স গো বাই গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসেরই লেখা। আলোচিত এ গানটি ছাড়া মারিয়ানের আরও দুটি আলোচিত গান হলো কাম অ্যান্ড স্টে উইথম মি ও দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস। ষাটের দশকে মিক জ্যাগারের সঙ্গে মারিয়ানের প্রেমের সম্পর্কেও ছিলেন মারিয়ান।
১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনের হ্যাম্পসটেডের জন্ম মারিয়ানের। ১৯৬৪ সালে দ্য রোলিং স্টোনের সঙ্গে কাজ করতে শুরু করেন। নিজের নামে তাঁর প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। এরপর আরও ২১ অ্যালবাম আসে, সর্বশেষ শি ওয়াকস ইন বিউটি মুক্তি পায় ২০২১ সালে।
১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া জঁ-লুক গদারের মেড ইন ইউএসএস ছবির একটি গানের দৃশ্যে হাজির হয়েছিলেন তিনি। দ্য গার্লস অব আ মোটরসাইকেল ছাড়াও ঘোস্ট স্টোরি, হ্যামলেট, শপিং ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।