অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়েব সিরিজ, সিনেমা- তিন মাধ্যমেই সমানতালে কাজ করছেন তিনি। সম্প্রতি কাজসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন দেশের একটি গণমাধ্যমের সঙ্গে। সেখানে জানিয়েছেন, মানুষ মূলত জীবনের গল্প পছন্দ করে। তাসনিয়া ফারিণ বলেন, সব সময়ই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ নিজেদের গল্প দেখতে চায়। আমরা দক্ষিণ ভারতের যে সিনেমা দেখি, সেখানে কিন্তু তারা তাদের শেকড় ও সংস্কৃতির কথা বলে। আর এটা করেই তারা অনেক উন্নতি করে ফেলেছে। আমাদের এখানেও যেসব কনটেন্টে নিজেদের গল্প বলা হয়েছে, সেগুলোও হিট করেছে।
আরো পড়ুন:এডিপির আকার বাড়ছে ২০ হাজার কোটি টাকা
এ সময় ঐতিহাসিক প্রেক্ষাপটের সিরিজে যে কোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চান বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমাদের ইতিহাস এত সমৃদ্ধ, চাইলেই দারুণ দারুণ সব সিরিজ করা যায়। কেন হচ্ছে না, সেটা আসলে বলতে পারব না। প্রসঙ্গত, আগামী ২৪ মে তাসনিয়া ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমাটি মুক্তি পাবে। ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমায় ফারিণ ছাড়াও পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন প্রমুখ অভিনয় করেছেন।
https://youtu.be/4dncJW7SxHg?si=_ug1uHPMqvXH2CT2
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)