প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ৬:৫১ পি.এম
পানির নিচে মাদরাসার মসজিদ, শিক্ষার্থীদের উদ্ধারের আহ্বান

ভারি বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এমন পরিস্থিতিতে ফেনীর বাংলাবাজার শাহগ্রাম জমিরিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আটকা পড়েছেন।
তাদের উদ্ধারে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদরাসাটির পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক। বিশেষত শিশু শিক্ষার্থীদের জীবন রক্ষায় উদ্ধার অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে আকুতি তিনি।
ফরিদ উদ্দিন আল মোবারক বলেন, ‘আমার মাদরাসা (শাহগ্রাম জমিরিয়া মাদরাসা) পুরোপুরি পানির নিচে নিমজ্জিত।
মাদরাসার মসজিদের ভবন, রান্নাঘর, ক্লাসরুম পানির নিচে তলিয়ে গেছে। ফলে শতাধিক ছাত্র-শিক্ষক পানিবন্দি। এ অবস্থায় বিভিন্ন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থাকে মাদরাসার ছাত্র-শিক্ষক ও ছোট বাচ্চাদের উদ্ধারের আহ্বান জানাচ্ছি।’ফেসবুকের ভিডিও সূত্রে জানা যায়, মাদরাসাটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজারে অবস্থিত।
তা ছাড়া উদ্ধার কার্যক্রমে আগ্রহীদের দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়। তা হলো- ০১৮১৭৫৬১৫৮০ এবং ০১৪০৭০৮২০৯৭। মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারকের মোবাইল নম্বর- ০১৬১১২৭০৯২৮।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta