নদী বাঁচলে বাঁচবে প্রাণ, পরিবেশ থাকবে অম্লান’ স্লোগানে ফরিদপুরের চরভদ্রাসনে মৃতপ্রায় লোহারটেক নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। স্থানীয় তরুণদের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ১২শ স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশ নেন। শুক্রবার (২৩ মে) সকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। এর আগে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে স্বেচ্ছাসেবীরা শপথবাক্য পাঠ করেন। দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও নদীর উৎসমুখ সংকীর্ণ হয়ে যাওয়ায় লোহারটেক নদীতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)