নাটোরে সহোদর ভাইকে হত্যার দায়ে আব্দুল মালেক নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। আদালত ও মামলা সূত্র জানায়, নাটোরের গুরুদাসপুরের পুরুলিয়া এলাকার আব্দুল খালেক ও তার ভাই আব্দুল মালেকের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২১ সালের ৬ মার্চ মারপিটের ঘটনা ঘটে। এ সময় আব্দুল মালেক ধারালো অস্ত্র দিয়ে নিজের ভাই আব্দুল খালেককে কুপিয়ে জখম করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে মামলা হলে দীর্ঘ চার বছর ধরে তদন্ত ও মামলার কার্যক্রম পরিশেষে আদালত আব্দুল মালেকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় অপর আসামির বেকসুর খালাস দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)