রংপুরের বদরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ওসমান গনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ রংপুর আদালতের বিচারক নাজির হোসেন আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলাধীন মোস্তফাপুর বার বিঘা গ্রামের মো. সহিদুল হকের পুত্র মো. ওসমান গণির সঙ্গে মো. আমজদা হোসেনের কন্যা মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত। গত ২৪ সেপ্টেম্বর ২০১৫ সালে দিবাগত রাতে আসামি ওসমান গণি তার ঘরে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন। এরপর মঞ্জুয়ারার পিতা মো. আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষী পরীক্ষা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় প্রদান করেন। আসামি মো. ওসমান গণি পলাতক। রাষ্ট্রপক্ষের পিপি জনাব মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স বিজ্ঞ আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)