মাদারীপুর কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।এর আগে সোমবার (২৬ মে) রাতে কালকিনি কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল বাশার পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, সম্প্রতি পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী ছিনিয়ে নেয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)