কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমীন সুলতানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সদর আমলি) রাকিবুল হাসান কারাগারে পাঠানোর আদেশ দেন।কুড়িগ্রাম সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই সাইফুল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।শনিবার (১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে নাজমীন সুলতানাকে আটক করে পুলিশ। রোববার সকালে তাকে আদালতের হাজতখানায় নেয়া হলেও জেলা বারের এক আইনজীবীর মৃত্যুর কারণে রোববার আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকে।এ কারণে সাবেক এই মহিলা এমপিকে প্রায় দিনভর আদালতের হাজতখানায় থাকতে হয়েছে। বেলা ৩টারও পরে তাকে আদালতে নেয়া হয়। এ সময় আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৬ এর এমপি ছিলেন আহমেদ নাজমীন সুলতানা। তিনি কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার স্বামী আক্তার হোসেন চিনু কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)