অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি।
বিষয়টি নজরে আসায় গতকাল (৬ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনারের এক আদেশে বিভাগীয় কমিশনারের অফিসে বদলি করে গতকালই অবমুক্ত করা হয়। পরে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।
তাপসী তাবাসসুম উর্মি সমালোচিত ওই স্ট্যাটাসে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন! অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়।’
তাপসী তাবাসসুম উর্মি নামের ওই ম্যাজিস্ট্রেট লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসেবে বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করছিলেন। শুধু ওই স্ট্যাটাস নয়, সম্প্রতি তিনি নানা বিষয় নিয়ে নিজের ফেসবুকে পেজে একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন। এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে তাপসী তাবাসসুম উর্মি মুঠোফোনে তিনি তার স্ট্যাটাসের পক্ষে অবস্থান নিয়ে কথা বলেন। তবে গতকাল রাতে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে গতকাল রাত থেকে তার পোস্টগুলো ‘অনলি মি’ করে রেখেছেন বলে জানা গেছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার গতকাল রাতে বলেন, ‘আজকে উর্মির ফেসবুক স্ট্যাটাসগুলো সম্পর্কে আমি জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তাদের সিদ্ধান্তে ওই ম্যাজিস্ট্রেটকে ওএসডি করা হয়েছে। সরকারি চাকুরিজীবি হিসেবে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন না।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)