সিরিয়ার পূর্ব দেইর এজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় তিনজন নিরাপত্তা কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত সিরিয়ান নিউজ এজেন্সি সানা এই খবর জানিয়েছে।
দেইর এজ-জোর গ্রামাঞ্চলের স্থানীয় এক সূত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে যে, রোববার (১৮ মে) গাড়িতে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সূত্রটি জানিয়েছে যে বিস্ফোরণে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়নি। হামলার পরিস্থিতি এখনও স্পষ্ট নয় এবং এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।আল-মায়াদিন জেলার প্রধান খলিল আবদেল মোনেইম আল-আইয়ুবের বলেছেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে বিস্ফোরণটি একটি গাড়িতে থাকা বোমা কারণে ঘটেছে।
দেইর এজ-জোর গভর্নরেট টেলিগ্রাম চ্যানেলের শেয়ার করা বিবৃতিতে আল-আইয়ুব আরও যোগ করেছেন যে নিরাপত্তা বাহিনী বিস্ফোরণস্থলে গেছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি এই হামলার জন্য দায়ীদের শাস্তি দেয়ার অঙ্গীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)