বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে লুটকৃত সরকারী মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশের একটি যোথ টিম।গত ৫ আগষ্ট বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে ফটোকপি মেশিন, চেয়ার,ফ্যান সহ গুরুত্বপূর্ণ অনেক রকমের সরকারী মালামাল লুট হয়ে যায়।
গতকাল আশপাশ থেকে উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ বেতার খুলনা কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। সোনাডাঙ্গা থানার (ওসি) তদন্ত শরিফুল ইসলাম জানান, রেডিও বেতার এলাকায় মাইকিং করে বলা হয়, যারা খুলনা বেতারের সরকারী মালামাল নিয়েছেন তারা তারা সেগুলো সেচ্ছায় ফেরত দিয়ে যান।এগুলো রাষ্ট্রিয় সম্পদ। ফেরত দিতে আসলে আপনাদেরকে কিছু বলা হবে না। তখন প্রথমে দুইজন বেতার থেকে নিয়ে যাওয়া কিছু মালামাল সইচ্ছায় ফেরত দিয়ে যায়।এর পর আশপাশ থেকে আর ৫০ থেকে ১০০ জন সইচ্ছায় সরকারী লুট করা মালামাল যার যার মত ফেরত দিয়ে যায়।পরে পুলিশ ও নৌবাহিনী টিম এগুলো একত্র করে কতৃপক্ষকে বুঝিয়ে দেয়।
এদিকে নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের একটি যোথ দল গতকাল বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে লুটকরা মালামাল উদ্ধারে বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ বেতার খুলনা কতৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন। বাংলাদেশ নৌবাহিনী এইড টু সিভিল পাওয়ার এর আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়োজিত রয়েছে।
দেশের উদ্ভুত পরিস্থিতিতে রাষ্ট্রিয় স্থাপনা সুরক্ষা ও যে কোন নাশকতা প্রতিহত করতে সদা তৎপর বাংলাদেশ নৌবাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)