প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ১২:৪৭ পি.এম
ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরের সদরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, বিএনপি নেতা মিজানুর রহমান মিনান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ভিপি ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরাদ হোসেন, ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।সদরপুর উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম-সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
- সহ-সম্পাদক: প্রফেসর আসাদুজ্জামান সুমন
© All rights reserved © Daily Songbad diganta